সিলেট জেলা মৎস্যজীবী লীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : আওয়ামী মৎস্যজীবী লীগের ১ম স্বীকৃতি বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) আনন্দ র্যালীটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে আম্বরখানা হয়ে পুণরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
সিলেট জেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম এন নবীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মৃদুল কান্তি দাসের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট বিভাগীয় মৎস্যজীবী ফেডারেশনের আহবায়ক নুরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক মো. আরশ আলী, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সাবেক সহ-সভাপতি শাহেদ রানা, আলতাফ হোসেন, শাহ আলম চৌধুরী তোফায়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবি শংকর দাস, সদস্য আজির উদ্দিন মাহি, নজরুল ইসলাম কাজল, সিলেট মহানগর মৎস্যজীবী লীগের আহবায়ক শচিন্দ্র দেবনাথ, যুগ্ম-আহবায়ক বুরহান উদ্দিন, রাজন দেবনাথ, রামানন্দ চক্রবর্তী নিউটন-সহ জেলা, উপজেলা মৎস্যজীবী লীগের প্রমুখ নেতৃবৃন্দ।