বিশ্বনাথের বৈরাগী বাজার বণিক সমিতির অভিষেক সম্পন্ন
বিশ্বনাথ সংবাদদাতা :
বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার বণিক সমিতি ২০২০-২২ সালের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বাজারে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া।
বৈরাগীবাজার বণিক সমিতির আহবায়ক আনিসুজ্জামান খানের সভাপতিত্বে ও সংগঠক আব্দুস সালাম জুনেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরউদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজসেবক শফিকুর রহমান, ওরবিন্দু দাশ নানু। স্বাগত বক্তব্য রাখেন বৈরাগীবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বৈরাগীবাজার বণিক সমিতির সভাপতি মনোহর আলী মেম্বার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ফিরোজ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- মুরব্বী আব্দুল জলিল, মকবুল মিয়া, খলিল মিয়া, ব্যবসায়ী ডাক্তার পিন্স, আব্দুর রজাক, মনিরুজামান লিলু, কামাল আহমদ, সামসুল হক মোল্লা, বৈরাগীবাজার বণিক সমিতির সহ সভাপতি আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, কোষাধ্যক্ষ মখন মিয়া, দপ্তর সম্পাদক খালেদ আহমদ, সদস্য আমির আলী, জাকির হোসেন, আফাজ মিয়া, যুবলীগ নেতা দবির মিয়া