শায়েস্তাগঞ্জে ৮ মেয়রসহ ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিল পদে ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে সকাল ১০টা থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে মিছিল সহকারে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। মেয়র পদে জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. মাসুদ্দোজ্জামান মাসুক, বিএনপি মনোনীত ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র মো. ছালেক মিয়া (আ’লীগ বিদ্রোহী), আতাউর রহমান মাসুক (আ’লীগ বিদ্রোহী), ফজল উদ্দিন তালুকদার (আ’লীগ বিদ্রোহী), আবুল কাশেম শিবলু (আ’লীগ বিদ্রোহী), ইমদাদুল ইসলাম শীতল, (আ’লীগ বিদ্রোহী) এবং স্বতন্ত্র প্রার্থী সারোয়ার আলম শাকিল।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান- শায়েস্তাগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর।