সস্ত্রীক করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ
বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা তৌসিফ ও তার স্ত্রী জান্নাতুর ফেরদৌস জারা। এছাড়া তৌসিফের শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন তৌসিফ।
ফেসবুকে তৌসিফ লিখেছেন- ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই এবং আমিও আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’
স্ত্রীসহ হাসপাতালের সেই ছবিও পোস্ট করেছেন এই অভিনেতা। তবে এই ছবিটি এখনকার নয়। এটি পুরনো ছবি। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে সকলে বাসায় অবস্থান করছেন। তবে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম আছে।