কমলগঞ্জে মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি পালিত
কমলগঞ্জ সংবাদদাতা :
কমলগঞ্জ সংবাদদাতা : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের শেষ দিনে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় “চলছে মোদের মাস্ক শুমারী, আসুন সবাই মাস্ক পরি” এই স্লোগান নিয়ে উপজেলার পৌর শহরে র্যালী বের হয়।
এ সময় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, থানা পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক সপ্তাহ শুরু হয়। আজ “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালনের মধ্যে দিয়ে সমাপ্তি হচ্ছে।