কেমুসাসের নতুন কমিটি গঠন : সভাপতি আবুল মাল, সম্পাদক মানিক
সময় সিলেট ডেস্ক :
সময় সিলেট ডেস্ক : উপমহাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ২০২১-২০২২ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনে একটি মাত্র প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্ধি অন্য কোনো প্যানেল বা প্রার্থী না থাকায় সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক ও গবেষক আবদুল হামিদ মানিক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়- কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যহার না করায় এবং কোন পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় প্রাপ্ত প্যানেল বাছাইয়ের পর নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ও বিজয়ী প্রার্থীদের তালিকা ঘোষণা করে।
কার্যকরী পরিষদের অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা, সহ-সভাপতি মো. আবুল কালাম খান (কালাম আজাদ), সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, সাহিত্য ও গবেষনা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক নাজমুল হক নাজু, সহ-লাইব্রেরি সম্পাদক (মহিলা) ইছমত হানিফা, সদস্য মো. হারুনুজ্জামান চৌধুরী, আহমেদ নূর, আফতাব চৌধুরী, ডা. আব্দুল হাই মিনার, ড. মোস্তাক আহমাদ দীন, জগলু চৌধুরী, ড. মো. নজরুল হক চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ মোহাম্মদ তাহের, বেলাল আহমদ চৌধুরী, রিপন আহমদ ফরিদী, মাহবুব হোসেন।