দায়িত্ববোধ থেকে নৈঃশব্দের কান্না’য় অভিনয় করছি : ফারহানা মিলি
বিনোদন ডেস্ক :

বিনোদন ডেস্ক : দেশের নাট্যজগতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসের তাৎপর্য রয়েছে। দিবসগুলোকে কেন্দ্র করে নির্মিত হয় বিশেষ বিশেষ নাটক। এরই ধারাবাহিকতায় এবারো বিজয় দিবসকে সামনে রেখে নাট্যনির্মাতা রনি খান নির্মাণ করতে যাচ্ছেন ‘নৈঃশব্দের কান্না’ নামে একটি নাটক।
নাটকটিতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও মনপুরা সিনেমার নায়িকা ফারহানা মিলি। আগামী ৫ ও ৬ ডিসেম্বর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলবে। একজন মুক্তিযোদ্ধার জীবনের ওপর ভিত্তি করে নাটকটি নির্মাণ করা হবে বলে জানান পরিচালক রনি খান।
নাটকে অভিনয়ের বিষয়ে ফারহানা মিলি সাংবাদিকদের জানান- তার বাবা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বিশেষ দিবসের নাটকগুলোয় তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া এসব নাটকে কাজ করে তার ভালোও লাগে। সে ভালোলাগা থেকেই ‘নৈঃশব্দের কান্না’ নাটকে কাজ করতে যাচ্ছেন।




