তাহিরপুরে ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
তাহিরপুর সংবাদদাতা :
তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের দ্বীতল ভবনে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
সভায় বক্তব্যে রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শনই হওয়া উচিৎ প্রতিটি মানুষের কর্তব্য।