বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ
নগর সংবাদদাতা :
নগর সংবাদদাতা : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর অনুষ্ঠিত মিছিলটি মদন মোহন কলেজ রোড হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়। এসময় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।