সিলেট বিভাগীয় পর্যায়ে কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : মাদ্রাসাতুল বানাত আল-ইসলামিয়া হাফিজিয়ার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাতে নগরীর নয়াবাজার, কুশিঘাটস্থ মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের প্রায় ৪০টির মাদরাসার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগীতা শেষে শনিবার রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সোবহানীঘাট মাদরাসার মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম সৈয়দ মোতাহির আলীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাওলান মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা তাহরুল হক, মাওলানা আব্দুর রউফ, জামেয়া মাহমুদিয়া সোবহানিঘাট মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজ আহমদ কবির, মাওলানা বসির আহমদ পীর সাহেব, মাওলানা শাহজাহান আহমদ মিয়াদী, মাওলানা আহমদ কবির প্রমুখ।