বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বিশ্বনাথ সংবাদদাতা :
বিশ্বনাথ সংবাদদাতা : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাসিয়া সেতুর উপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতী দাশ পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল জালাল, এ আর চেরাগ আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন, কলেজ, ওয়ার্ড ও আঞ্চলিক শাখার বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।