ওসমানীনগরের তাজপুরে সূচনা প্রকল্পের সভা অনুষ্ঠিত
ওসমানীনগর সংবাদদাতা :
ওসমানীনগর সংবাদদাতা : আরডিআরএস বাংলাদেশ সূচনা কর্মসূচীর উদ্যোগে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) তাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী। সূচনা প্রকল্পের নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তারের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিজানুল হক।
সভায় উপস্থিত ছিলেন- প্রকল্পের জিসিও নজরুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়কারী নুর নাহার বেগম, এসআইএসও নিতাই চাঁদ বর্মন, টেকনিক্যাল সুপারভাইজার শাহিনুর হাসান, এফডিও আতিকুর রহমান সানী প্রমুখ।
সভায় বক্তারা বলেন- অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের মা ও শিশুদের অপুষ্টি কমাতে ওসমানীনগরের অনান্য ইউনিয়নে ন্যায় তাজপুর ইউয়িনেও শুরু হয় আরডিআরএস বাংলাদেশ এর সূচনা প্রকল্পের কার্যক্রম। কার্যক্রম শুরু থেকে অপুষ্টি চক্র প্রতিরোধে ইউনিয়নের উপকারভোগী নারী-পুরুষকে মাছ চাষ,গবাদি পশু পালন ও শাকসবজি উৎপাদনে প্রশিক্ষণসহ প্রদান করেছে আর্থিক সহায়তা।
বক্তারা আরও বলেন- সূচনা প্রকল্প সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের ফলে ইউনিয়নের একাধিক দরিদ্র পরিবার আজ হয়ে উঠেছেন আত্মনির্ভশীল দেশের দ্রারিদ্রতাসহ অপুষ্টি দূরীকরনে সূচনার এসব কার্যক্রম সর্বমহলে হচ্ছে সমাদৃত। সূচনার মতো অনান্য স্বেচ্চাসেবী সংস্থা এগিয়ে এলে সাধারণ মানুষ আত্মনির্ভশীল হতে পোহাতে হবে না কোনো বাঁধা।