ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন সংবর্ধিত
ওসমানীনগর সংবাদদাতা :
ওসমানীনগর সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউপির চার বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মোবারকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লিটন মিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোকারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল খালিক।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আলাউর রহমান আলা, কোষাধ্যক্ষ শাহনুরুর রহমান শানুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, গোয়ালাবাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া।
বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শায়েখুল ইসলাম শায়েখ ও ইনছান উল্যা ভিলেজ ডেভেলপমেন্ট সমবায় সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কবির উদ্দিন আহমদ।বক্তব্যে তিনি বলেন- বিজয়ের মাসে আমি স্বরণ করি সব মুক্তিযুদ্ধা ও সকল শহীদদের। আমি একজন মুক্তিযুদ্ধা ও শহিদ পরিবারের সদস্য। আমি বঙ্গবন্ধুর ডাকে সারা দেশের মুক্ত করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পরেছিলাম। আমি কোন দিন অন্যায়ের সাথে হাত মিলাইনি। দেশের বিরুদ্ধে বিজয়ের মাসে ষড়যন্ত্র চলছে। দেশে আজ মূর্তি আর ভাষ্কর্য নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যখন সাধারণ জনগনের উন্নয়ন সাধিত হচ্ছে, তখনই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে নানামুখি পায়তারা চালিয়ে যাচ্ছে একাত্তরের পাকিস্থানবাহীনীর রেখে যাওয়া পেতাত্মারা। উন্নয়নের স্বার্থে এসব পেতাত্মাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন- সাদীপুর ইউনিয়নের জনগণ আমানত দিয়ে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। জনগনের মৌলিক অধিকারের উন্নয়নই আমার নিরলস প্রচেষ্ঠা। সর্ব সাধারণের উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। মহামারি করোনা বিশ্বকে থমকে দিয়েছে। দেশে এবং দেশের বাইরে আজ করোনার থাবা। তাই আমাদের আত্মীয় স্বজন যারা প্রবাসে থাকেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমি সাদিপুরের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাব। ৩ নং ওয়ার্ডের রাস্থাসহ কালভার্ট নির্মানে আমি সর্বাত্বক সহযোগীতা করবো।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিরঞ্জন সূত্রধর, হাজী মো. আব্দুল মালিক, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আলেয়া বেগম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, ইনছান উল্যা ভিলেজ ডেভেলপমেন্ট সমবায় সমিতির সভাপতি শামসুল ইসলাম শামীম, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির মিয়া, ব্যবসায়ী ফজলু মিয়া, মনোহর আলী, রাজচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজ কুমার দাশ, সমাজসেবী ফখর উদ্দিন, সেবুল আহমদ, আব্দাল মিয়া, তফুর মিয়া, আরজু মিয়া, মুকিদ মিয়া, রুহুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন- হাফিজ আবু হাসান ও মানপত্র পাঠ করেন শিক্ষার্থী রুহুল ইসলাম।