বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : তাহিরপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধুর ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কায্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবির, নাজমুল হুদা সংগ্রাম, জিয়া উদ্দিন, শুষেণ বর্মন, সাজিদুর রহমান সাজিদ, সেলিম ইকবাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, রাহাদ হায়দার, কুদরত আলী, প্রদীপ দাস মেম্বারসহ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।