নগরীতে অসহায়দের মাঝে চ্যারিটির স্টারের খাবার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : “সেবার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন চ্যারিটি স্টারের উদ্যোগে সমাজের অসহায় হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় শতাধিক মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সংগঠনের এই মহতি উদ্যোগ আগামী ১০দিন পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
চ্যারিটি স্টার এর সভাপতি ফাহিম-উজ-জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ এবং তাহমিদ সিদ্দিকীর যৌথ পরিচালনায় খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শিহাব, সৈয়দ তানজির আহমদ, মুনসাদ, ইমন, পার্থ, আবির আহমদ তুষার, সৈয়দ সাজু, সৈয়দ ফারহান, আদিল, সজিব প্রমুখ।
খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী বলেন- সামর্থবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। সমাজের অনেক অসহায় মানুষ আছেন যাদের দু’বেলা খাবার জোটে না। তিনি বলেন- নগরীর অসহায়দের মধ্যে খাবার বিতরণ চ্যারিটি স্টার এর একটি মহতি উদ্যোগ। আমি তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশপাশি আমি সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদের চ্যারিটি স্টার সামাজিক সংগঠনের ন্যায় এগিয়ে আসার আহ্বান জানাই।