সিলেটে করোনা : আতঙ্কের দু’দিন তো স্বস্তির এক!
নগর সংবাদদাতা :
নগর সংবাদদাতা : সিলেটে টানা দুইদিন আতঙ্ক ছড়ানোর পর একদিন স্বস্তি দিলো করোনা। গতকাল সিলেট বিভাগে কেউ মারা যাননি এ ভাইরাসে। তবে এর আগের দুদিনে মারা গেছেন তিনজন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ ও মৌলভীবাজারে ২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে- আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৮২২। এ মধ্যে সিলেট জেলায় ৮৫৯৮, সুনামগঞ্জে ২৪৭৫, হবিগঞ্জে ১৯১১ ও মৌলভীবাজার জেলায় ১৮৩৮ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ জন। তাদের মধ্যে সিলেট জেলার ১৯ ও মৌলভীবাজারের ৩ জন। এই ২২ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৬২৫ জন। এর মধ্যে সিলেটে ৭৯১৪, সুনামগঞ্জে ২৪১৬, হবিগঞ্জে ১৫৭৭ ও মৌলভীবাজারে ১৭১৮ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৯জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ ও হবিগঞ্জে ১জন।
এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৭। এর মধ্যে সিলেট জেলায় ১৮৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।