আনসার-ভিডিপি’র কার্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপ-সচিব
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহিদুর রহমান সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে পরিদর্শনে আসেন। তাঁকে স্বাগত জানান জেলা কমান্ডান্ট এনামুল খাঁন।
সিলেটের আখালিয়াস্থ রোববার (৬ ডিসেম্বর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট এ.এস.এম এনামুল হক সহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহিদুর রহমান সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের বিভিন্ন স্থাপনা, সিলেট রেঞ্জের এম.আই রুম ও ৭০ দিন মেয়াদী ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-সচিব প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থীদের ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার আহবান জানান।