মুফতি ওয়াক্কাসের সুস্থতা কামনায় মহানগর জমিয়তের দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর সুস্থতা কামনায় সিলেট মহানগর জমিয়তে উদ্যোগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দর বাজারস্থ কলেক্টরেট জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর দ্রুত সুস্থতার এবং দীর্ঘায়ূ কামনা করে দরবারে এলাহীতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন- সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা জমিয়তে সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা হাফিজ খলিলুর রহমান, প্রিন্সিপাল ড. সৈয়দ রেজুয়ান আহমদ, মুফতি আলতাফুর রহমান, মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সরকার, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুতাহির আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের প্রচার সম্পাদক সাবেকছাত্র নেতা এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ মো. জাফর ইকবাল, ছাত্রনেতা ইসহাক হোসেন, হাফিজ মকবুল আহমদ, হাফিজ সুফিয়ান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সোমবার (৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হার্টে ব্লক ধরা পড়ায় জরুরী ভিত্তিতে তাকে রিং বসানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।