মিশন মাইনডেড অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সামাজিক সংগঠন মিশন মাইনডেড অর্গানাইজেশনের নগরীর নয়াসড়কস্থ দি সিলেট খাজাঞ্চিবাড়ী ইনটারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও করোনা প্রতিরোধে সচেতনতা সামগ্রী বিতরণ করে। এ উপলক্ষ্যে রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দি সিলেট খাজাঞ্চিবাড়ী ইনটারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও মিশন মাইনডেড অর্গানাইজেশনের সদস্য ফারদিন খন্দকারের সভাপতিত্বে ও মিনহাজুর রহমান রাহির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দি সিলেট খাজাঞ্চিবাড়ী ইনটারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. হোসাইন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোহিত জাবেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা বেগম, শিক্ষক মুজিবুর রহমান, শিক্ষিক মো. হাফিজুল ইসলাম, শিক্ষক সাহেদুর রহমান, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী এহসান আহমদ, জুবায়ের সিরাজী, মাহমুদ জাহেদ, ফাহিম আহমদ, তাহমিদ জামিল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- দেশে ২য় পর্যায়ের করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সকলকে সচেতন হয়ে চলতে হবে। এই করোনা ভাইরাসের মধ্যে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ একটি প্রসংশনীয় উদ্যোগ। এই শীতে সমাজের সকল বিত্তশালী ও সামাজিক সংগঠনকে অসহায়দের মাঝে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।