দিরাইয়ে মাছ লুটের ঘটনায় গ্রেপ্তার ৩
দিরাই সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে মাছ লুটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রণভূমি গ্রামের আব্দুস সবুরের পুত্র আব্দুস সালাম (৫৫), ছরুক উল্লাহর পুত্র ছবি উল্লাহ (৫৫) ও তার পুত্র রাহেল মিয়া (২৮)। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে রণভূমি গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রণভূমি গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী নিজ ডুবায় মাছ লুঠের অভিযোগ এনে একই গ্রামের আব্দুস সালাম কে প্রধান আসামী করে ২৮ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে দিরাই থানার এসআই গোলাম ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন- গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।