কোম্পানীগঞ্জে ফটোগ্রাফার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :
প্রকৃতি কন্যা সিলেটের জাফলং পর্যটন স্পটের ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার উজ্জল মিয়া হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবিদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, সাবেক ইউপি সদস্য রশিদ আলী, ইউপি সদস্য আলমগীর আলম, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি সহ-সভাপতি আনোয়ার সুমন সহ অর্ধশতাধিক ফটোগ্রাফার উপস্তিত ছিলেন।