এক বছরে ২৫০ কোটি টাকা মুনাফা করেছে জালালাবাদ গ্যাস
স্টাফ রিপোর্টার :
গত বছরে ৫৫০ কোটি টাকা মুনাফা করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. (জেটিডিসিএল)। সিলেট অঞ্চলে গ্যাসের বিপনন ও সরবরাহকারী এই প্রতিষ্ঠানটির সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলার বোর্ড রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে সভায় জানানো হয়- ২০১৯-২০২০ অর্থ বছরে জেটিডিসিএল ৩৭৭৪.৭০১ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২৬১৯.৫৮ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ২০৩.৩১ কোটি টাকাসহ মোট ২৮২২.৮৯ কোটি টাকা রাজস্ব আয় করে। গত অর্থ বছরে কোম্পানি ২৫০.২২ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে।
সভায় জানানো হয়- গত অর্থবছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর, আমদানী শুল্ক ও ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে মোট ১৪১.৩৪ কোটি টাকা জমা দেয়া হয়েছে। যা গত অর্থ বছরে ছিল ১২৫.৪৪ কোটি টাকা।
সাধারণ সভায় কোম্পানির ২০১৯-২০২০ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। এ সময় কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালকগণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।