সিলেটে ৩০ টাকার আলু ৪৫ টাকা! জরিমানা গুনল ‘স্বপ্ন’
সময় সিলেট ডট কম
সিলেটে সুপারস্টোর চেইন ‘স্বপ্ন’-কে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির আম্বরখানা শাখাকে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে অতিরক্তি দামে আলু বিক্রি করার দায়ে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, গত ৭ অক্টোবর সরকার প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও স্বপ্নের আম্বরখানা শাখা ৪৫ টাকা কেজিতে আলু বিক্রি করে। এ বিষয়ে ক্রেতা ইফতেখার মো. নাবিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনানি হয়। এতে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।