বানিয়াচংয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বানিয়াচং সংবাদদাতা :
বানিয়াচংয়ে ডিজিটাল বাংলাদেশ ২০২০ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মওলানা হাবিবুর রহমান, ওয়ারিশ উদ্দিন খান প্রমুখ।