লিডিং ইউনিভার্সিটির মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি :
গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি মাস্ক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেট নগরীর ৩টি পয়েন্ট মধুবন সুপার মর্কেটের সামন বন্দর বাজার, আম্বরখানা এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার এবং সার্বিক তত্বাবধানে ছিলেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান কেএমএ শফিক।
বিশ্ববিদ্যালয়ের ‘কুইক রেসপন্স টীম ফর করোনা ভাইরাস’ এর উদ্যোগে সিলেট নগরীর মধুবন সুপার মার্কেটের সামনে, বন্দর বাজার কোর্ট পয়েন্টে সকাল ১১টায় ধারাবাহিক মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক আব্দুল হাই, সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ দীন, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, আয়োজক কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস্যবৃন্দ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।