সুনামগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশেষ সংবাদদাতা :
‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস ও এএলআরডি’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবেক সংসদ সদস্য ও পিপি আ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুজন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, প্রভাষক ফারুক আহমদ, অনির্বাণ মহিলা সমিতির সভানেত্রী জয়িতা শিল্পী বেগম, সৃষ্টি যুব জাগরণের সভানেত্রী তৃষ্ণা আক্তার রুশনা প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা।