সিলেটে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের র্যালী ও আলোচনা সভা
নগর সংবাদদাতা :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংঘটন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা র্যালী, মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ থেকে র্যালী শুরু করে আম্বরখানা পয়েন্টে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান ।
সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শিহাব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- আইন বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান মাছুম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মো. বজলুর রশিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, বিভাগীয় সদস্য রত্না বেগম, আব্দুল আউয়াল মিছবা, সাব্বির আহমদ, তোফায়েল আহমদ, অনিল চন্দ্র দেব, কবির উদ্দিন, আবু ইউসুফ মুন্না, রিবা আক্তার, লিটন পাল, আবুল কাসম, আনোয়ারা বেগম, রিপন আহমেদ, আবুল কালাম আজাদ, খালেদা বেগম, আব্দুস সামাদ প্রমুখ।