গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মুক্তাদির
নগর সংবাদদাতা :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। তাই বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ পালন করতে হবে।
তিনি বলেন- মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলের নেতাকর্মীদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে দায়িত্ববোধ নিয়ে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে কাজিরবাজাস্থ অস্থায়ী কার্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ পালন উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীর উদ্যোগে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া, আব্দুস সাত্তার, বাবু নিহার রঞ্জন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুর রহিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সদস্য আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা বিএনপির সদস্য আবুল কাসেম, জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসিন গোলাপী, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা সাদিকুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব দুলাল আহমদ, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক প্রমুখ।
সভায় বেলজিয়াম বিএনপির সভাপতি সাজা আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এ সময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।