বিশ হাজার টাকা বেতন চেয়ে সিলেটে হোটেল শ্রমিকদের বিক্ষোভ
নগর সংবাদদাতা :
হোটেল সেক্টরে বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে ন্যুনতম মাসিক বিশ হাজার টাকা বেতনের দাবিতে এবং করোনা মহামারির এই সংকটকালে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে কোনো কারণ ছাড়াই বিনাবেতনে কর্মী ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে নগরীতে। সিলেট জেলা হোটেলে শ্রমিক ইউনিয়নের বন্দরবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার সময় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
তালতলা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধোপাদিঘীরপাড় পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. নানু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম সফর আলী খান, চাইনিজ রেস্টেরেন্ট শ্রমকি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল আহমদ, জেলা সহ-সভাপতি ইউসুফ জামিল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অন্তর ইসলাম জাবেদ, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি নিজাম মাতব্বর, সাধারণ সম্পাদক নুরুল আমিন রণি, বন্দরবাজার আঞ্চলিক কমিটির উপদেষ্টা লিটন মিয়া, প্রচার সম্পাদক শহীদ মিয়া, ওসমানী মেডিকেল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক মো. হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মো. সাব্বির, মো. রাজু, আজিজ আহমদ, ইউসুফ মিয়া, মো. জামিল, শহীদ মিয়া প্রমুখ।