দিরাইয়ে মেয়র প্রার্থী মোশাররফ মিয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা
দিরাই সংবাদদাতা :
দিরাই পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নিতকরণ, মাদক, জুয়া, ইয়াবা ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গঠনসহ ১২ দফা কর্মসূচি বাস্তায়নের লক্ষ্যে ইশতেহার দিয়েছেন পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোশাররফ মিয়া।
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পুরান বাজারের লঞ্চ ঘাটের প্রধান নির্বাচনী কার্যালয়ে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
মেয়র প্রার্থী মোশাররফ মিয়া এসময় লিখিত ইশতেহার পড়ে শোনান। তিনি বলেন- ‘নির্বাচিত হলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা, চুরি রাহাজানি বন্ধ, স্কুল মাদ্রাসা, যোগাযোগ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সাধারণ জনগনকে বিচারিক সহযোগিতা, মিথ্যা মামলা থেকে রক্ষা করবেন।’
ইশতেহার ঘোষণার শুরুতে মেয়র প্রার্থী মোশাররফ জাতির পিতা বঙ্গবন্ধু, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন- ‘পৌরসভার তিনতলা বিশিষ্ট নান্দনিক ভবন, দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত বিভাগে ও জেলার আদলে নয়ন জুড়ানো ডিভাইডার রাস্তা নির্মান করেছি, দিরাই পুলের মুখ থেকে ঘাগটিয়া গ্রামের রাস্তা, দাউদ পুর থেকে ধল রোড পর্যন্ত রাস্তা সহ ৫ বছরে ১৬ কোটির ও বেশি টাকার উন্নয়ন করেছি। আমি যখন পৌরবাসীর উন্নয়নে নিজেকে নিবেদিত করি ঠিক সে সময়ে একটি কুচক্রীমহল আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় আমাকে আসামি করে, সে মিথ্যা মামলা থেকে আমার দুই ছেলেকে তারা রেহাই দেননি। আল্লাহর রহমতে আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে আবারও আপনাদের সেবা করতে হাজির হয়েছি। আমি আজীবন সুরঞ্জিত সেনগুপ্তের শেখানো পথে রাজনীতি করেছি, কখনো দলের বা নেতার সাথে বেইমানি করিনি, আজীবন বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি করে যাব।’
বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মোশাররফ। তিনি বলেন- আপনাদের মহামূল্যবান ভোট আমার ও আমার দুই সন্তানের সেই ঘৃণ্য ষড়যন্ত্র ও মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়ার প্রথম সোপান। আপনারা জগ মার্কায় ভোট দিয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিবেন এ আমার বিশ্বাস।’
এসময় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি মিয়া, আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, আব্দুল মান্নান, নুরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।