বিশ্বনাথে খেলাফত মজলিসে যোগদান অনুষ্ঠান সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :
‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের দাওয়াতী পক্ষ ২০২০ উপলক্ষে বিশ্বনাথে খেলাফত মজলিসে যোগদান অনুষ্ঠান রাত ৮ ঘটিকায় সংগঠনের অফিসে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি অনুপ্রানিত হয়ে বিভিন্ন দল থেকে মোট ১৫ জন ব্যক্তি খেলাফত মজলিসে যোগদান করেন।
খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, মাওলানা দেলোওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মো. আব্দুল মতিন, পৌর শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, খেলাফত মজলিস নেতা মো. তোফায়েল আহমদ, মো. গৌছ উদ্দিন, সায়েফ আহমদ শায়েক।
এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা আনহার বিন সাইদ, বায়তুলমাল সম্পাদক মো. আবু সুফিয়ান, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা শরিফ উদ্দীন, মো. লোকমান আহমেদ প্রমুখ।