ছাতকে পুকুর থেকে প্রতিবন্ধি শিশুর লাশ উদ্ধার
ছাতক সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে পুকুর থেকে আল পায়েল নামের প্রতিবন্ধি এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আল পায়েল (১৩) দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামের সাদিকুর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাস।
জানা গেছে, প্রতিবন্ধী আল পায়েল বুধবার বিকেল থেকে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বিকেলে আল পায়েলের দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।