যুক্তরাজ্য গমন উপলক্ষে এপেঃ বাবুল মিয়াকে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি :
এপেক্স ক্লাব অব সিলেটের সাবেক সভাপতি এপেঃ বাবুল মিয়া ব্যক্তিগত কারণে আগামী মঙ্গলবার এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে যাত্রা করবেন। এ যাত্রা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সিলেটের স্থানীয় একটি হোটেলে এপেক্স ক্লাব অব সিলেটের সভাপতি এপেঃ এমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইপিএনপি এপেঃ কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এলজি পিএনপি এপেঃ রমিজ উদ্দিন, এলজি পিএনপি এপেঃ চন্দন দাশ, এলজি এপেঃ আকতার হোসেন খান ও জেলা-৪ গভর্ণর এপেঃ শাহেদুর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেঃ ইউনুছ কবির। এপেক্সের আদর্শ পাঠ করেন এপেঃ মোঃ বাবুল মিয়া। অতিথিদের পরিচয় করিয়ে দেন ক্লাব সেক্রেটারি এপেঃ আশিষ রায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এপেঃ ইফতেখার হোসেন মনি, এপেঃ আব্দুর রউফ পহেল, এপেঃ আহমদ জাকারিয়া, এপেঃ জাহাঙ্গীর আলম খোরশেদ এডভোকেট, এপেঃ এডভোকেট মাসুম আহমদ, এপেঃ আদিল হোসেন, এপেঃ জাফর জাহান, এপেঃ জাহেদুর রহমান, এপেঃ হেমন্ত চন্দ্র পাল, এপেঃ এডভোকেট জালাল উদ্দীন, এপেঃ এডভোকেট রাকিব আলী খান, এপেঃ এডভোকেট সিদ্দেকুর রহমান, এপেঃ লায়েক মাহমুদ, এপেঃ সেলিম আহমদ, এপেঃ এডভোকেট মানিক উদ্দীন, এপেঃ শাহ লোকমান আলী, এপেঃ ইউনুছ কবির, এপেঃ আশীষ রায়, এপেঃ মাসুদুল হাসান, এপেঃ শেখ সাব্বির আহমদ, এপেঃ সানি, এপেঃ সৈয়দ আহলান, এপেঃ ওয়াফিক, এপেঃ মামুন প্রমুখ।