সিলেটে পৌঁছেছেন সাংগঠনিক সম্পাদক শফিক : আ’লীগ নেতাদের অভ্যর্থনা
নগর সংবাদদাতা :
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগের ৩টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে ৩ দিনের সাংগঠনিক সফরে সিলেট এসে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক।
আজ সোমবার (২১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তিনি পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সাখাওয়াত হোসেন শফিক আজ সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায়, ২২ ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবং ২৩ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে জনসংযোগ ও জনসভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জগদীশ চন্দ্র দাস, অ্যাডভোকেট রাজ উদ্দিন, নুরুল ইসলাম পুতুল, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, মো. সানাওর, হেলাল বক্স, সুব্রত পুরকায়স্থ, কাউন্সিলর আজম খান, এটিম হাসান জেবুল, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, বিধান কুমার সাহা, লায়েক আহমেদ চৌধুরী, কাউন্সিলর মোখলেছুর রহমান কামরান, খন্দকার মহসিন কামরান, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম, সেলিম আহমদ সেলিম, সুদীপ দেব, অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, শোয়েব আহমদ, সৈয়দ কামাল আহমদ, তাহমিন আহমদ তাকু, রজত কান্তি গুপ্ত, জুমাদিন আহমদ, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, তপন মিত্র, অ্যাডভোকেট শামসুল ইসলাম, সাবেক সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, এম এ হান্নান, বেলাল খান, আতিকুর রব চৌধুরী জুয়েল, আব্দুল হানিফ কুটু, অ্যাডভোকেট শংকর কুমার দেব, সজল চৌধুরী, আব্দুর রকিব বাবলু প্রমুখ।