সিলেট জেলা ছাত্র মৈত্রীর পূর্ণাঙ্গ কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ৪র্থ জেলা কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওই দিন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমদ রুবেল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামি এক বছরের জন্য মাসুদ রানা চৌধুরীকে সভাপতি ও সালেহ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জয়ন্তী গোয়ালা, সারথী উরাং, সাংগঠনিক সম্পাদক আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন তুহিন, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক মারজান আহমদ, অর্থ সম্পাদক নুরুল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আলমগীর, দপ্তর সম্পাদক বিজয় করিম, সমাজকল্যাণ সম্পাদক মুহিবুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহ মো. লুৎফুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সদস্য স্বপন দাস, আহসান হাবীব খান, শেফালী উরাং, রুহেনা আক্তার, গোপাল উরাং, মো. আতিকুর রহমান, উষা রাণী কর, সাদিকুর রহমান। কমিটিতে সহ সভাপতি পদে একজন ও সহ-সাধারণ সম্পাদক পদে একজনের নাম পরবর্তিতে অন্তর্ভূক্ত করা হবে।