নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ডনের
জগন্নাথপুর সংবাদদাতা :
আওয়ামী লীগের সকল পযার্য়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন- ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে তিনি হবে। সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে’।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আজিজুস সামাদ আজাদ ডনের স্ত্রী সংবাদ পাঠিকা মুমতাহিনা ঋতু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সিরাজ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে তাকে ফুল দিয়ে নেতাকর্মীরা বরণ করেন।
এদিকে ভুরাখালি গ্রাম পরির্দশন শেষ চিলাউড়া হলদিপুর বাজারে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। এ সময় স্থানীয় একটি সংগঠনের অনুষ্ঠানে তিনি যোগদান করেন। এরপর তিনি জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকাল ১১টার দিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদের লুদুরপুর বাসভবনে গিয়ে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন। পরে জগন্নাথপুর উপেজলার সৈয়দপুর গ্রামে যান। সেখানে সৈয়দ পুরে ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গি সৈয়দ শাহ শামসুদ্দিন রহ. কবর ও সদ্য প্রয়াত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমদের কবর জিয়ারত করেন। এছাড়া জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ইকড়ছই এলাকার বাসিন্দা আনিছ আলী বার্বুচীর কবর জিয়ারত করেন এবং ইকড়ছই এলাকার আওয়ামী লীগ নেতা অসুস্থ আব্দুর রাজ্জাককে দেখতে যান।