ছাতকে সাংসদ মানিকের মায়ের কুলখানি সম্পন্ন
ছাতক সংবাদদাতা :
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা মরহুমা জাহানারা বেগম চৌধুরীর কুলখানি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সাংসদ মানিকের বাড়িতে মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ ছাড়াও সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হুসেন শফিক, শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রিয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা বাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, সিলেট জজ কোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সুনামগঞ্জের পৌরমেয়র নাদের বখত, সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে রেজাউল করিম শামীম, জগদীশ চন্দ্র দাস, কবির উদ্দিন আহমদ, বিধান সাহা, সেলিম আহমদ সেলিম, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, আব্দুল আজাদ রুম্মান, এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, শাহীদুর রহমান চৌধুরী জাবেদ, এডভোকেট সুহেল মিয়া, লুৎফুর রহমান এওর মিয়া, অভিরাম তালুকদার, জুমাদিন আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, জাহানারা বেগম চৌধুরী গত ৭ ডিসেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।