মানবতার দেয়াল উদ্বোধন করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিশেষ সংবাদদাতা :
সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জামাই পাড়া আবাসিক এলাকায় মানবতার দেয়াল এর উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, এডভোকেট মো. শফিকুল ইসলাম, মানবতার দেয়ালের উদ্যোক্তা মো. আশরাফ হোসেন লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মানবিক কার্যক্রম ‘মানবতার দেয়াল’ এর সফলতা ও সকলের সহযোগিতা কামনা করেন।