বানিয়াচংয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বানিয়াচং সংবাদদাতা :
বানিয়াচংয়ে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেনের নির্দেশনায় এসআই (নি.) আব্দুস ছত্তার সহ পুলিশের একটি দল জাতুকর্ণপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজন হলো- জাতুকর্ণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে সেলিম মিয়া এবং কালিকাপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে তোফাজ্জুল মিয়া।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন বলেন- চুরি-ডাকাতি, বাল্য বিবাহ, বালুখেকো, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা রোধে সর্বক্ষণ অভিযান অব্যাহত থাকবে। উপজেলায় যে কোন অপরাধ সংঘটিত হলে তা শক্তভাবে দমন করতে সর্বদা প্রস্তুত পুলিশ। আসামীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রুজু আছে। নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।