আইন পেশায় ২৫বছর পুর্তিতে এড. আবদুর রহমানকে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট বারের আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মো. আব্দুর রহমানের আইন পেশায় ২৫ বছর (রজত জয়ন্তী) পুর্তি উপলক্ষে রহমান এসোসিয়েটস এর পক্ষ থেকে সোমবার (২৮ ডিসেম্বর) সিলেটের এক অভিজাত রেস্টুরেন্টে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কানাইঘাট আইনজীবী ফোরামরে সভাপতি, রহমান এসোসিয়েটসের সদস্য এডভোকেট এখলাছুল রহমানের সভাপতিত্বে ও রহমান এসোসিয়েটসের সদস্য এডভোকেট মো. সালমান উদ্দিন এবং এডভোকেট মো. জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোহাম্মদ আলী।
প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন এডভোকেট মো. আব্দুর রহমান। বক্তব্যে তিনি বলেন- তার এসোসিয়েটস এর সদস্য জুনয়ির আইনজীবীবৃন্দ কর্তৃক এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় তিনি অভিভূত। তিনি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন- আইন পেশায় তার এই দীর্ঘ পথ চলায়, তিনি মাত্র দুটো কাজ শিখেছেন, একটা মামলার সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে জেনে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আদালতে উঠতে হবে এবং আইন সংক্রান্ত বিষয়ে প্রচুর অধ্যয়ন করতে হবে। তিনি তাঁর সতীর্থদের প্রতি এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বারের আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, সবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, এম সি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা ও বর্তমান এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট আলতাফ হোসেন, সাবেক এপিপি ও বর্তমান কানাইঘাট অইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম, বর্তমান এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মামুনুর রশীদ, সাবেক যুগ্ম-সম্পাদক জেলা আইনজীবী সমিতি এডভোকেট শংকর লাল দাশ, বর্তমান এপিপি এডভোকেট আব্দুস ছাত্তার, আজিজুর রহমান সাবু, এডভোকেট আব্দুল হাফিজ, এমদাদুল আলী, আব্দুল মালিক খান মানিক, খসরুর চৌধুরী শওকত, এডভোকেট সাদিকুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ মুক্তাদির আলী লিমন, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট সালেহা রহমান, এডভোকেট মিনারা বেগম, এডভোকেট নিপা, এডভোকেট নুরুল আহমদ, এডভোকেট ফয়জুল হক রানা, আইনজীবী সহকারী ফয়সল আহমদ, মইনুল ইসলাম, শামসুল ইসলাম প্রমুখ।
রহমান এসোসিয়েটসের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এডভোকেট তানভীর তাহা ও এড সৈয়দ মুক্তাদির আলী লিমন। মানপত্র পাঠ করেন- এডভোকেট মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে সতীর্তদের পক্ষ থেকে আব্দুর রহমানকে মহাগ্রন্থ আল কোরআন, জায়নামাজ, সুটের কাপড়, টাই, ক্যাপলিন সেট, ছবিযুক্ত মগ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।