বিশ্বনাথ উপজেলা ও পৌর জমিয়তের কাউন্সিল সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার ২০২১-২৩ কার্যবছরের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মিলনায়তনে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মুশাহিদ দয়ামীরি।
উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক হাসান বিন ফাহিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ ক্বাসিমী, সদর দক্ষিন থানা জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ক্বাসিমী।
কাউন্সিলে মাওলানা জহির উদ্দীন আহমদকে সভাপতি, প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীকে সাধারণ সম্পাদক ও প্রিন্সিপাল মাওলানা মুফতি লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট উপজেলা জমিয়তের নতুন সেশনের কমিটি ঘোষণা করেন জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান। আবার মাওলানা সামছুল ইসলামকে সভাপতি, মাওলানা সামছুল ইসলাম শাহীনকে সাধারণ সম্পাদক ও মাওলানা সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী।
এ সময় উপজেলার আট ইউনিয়ন জমিয়ত ও পৌর জমিয়তের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।