যুবলীগ নেতা মুজাহিদ আহমেদ লিটন’র ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথ উপজেলাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মহান মুক্তিযুদ্ধের রক্ত-চেতনা ধারণকারী মুজিবাদর্শের প্রত্যেক স্তরের নেতাকর্মী, বন্ধু-বান্ধব, সহযোদ্ধা, সহমর্মী ও শুভানুধ্যায়ী সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মুজাহিদ আহমেদ লিটন।
যুক্তরাজ্যে অবস্থানরত এই যুবলীগ নেতা আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন- প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।
মুজাহিদ আহমেদ লিটন বলেন- বৈশ্বিক মহামারী করোনায় ২০২০ সালে মানুষের জীবনে স্থবিরতা ডেকে দিয়েছে। দুঃখ-কষ্ট আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সংগ্রাম করে আমাদের জীবনমান এগিয়ে নিতে হবে। সমাজে সম্প্রীতির মেলবন্ধন প্রতিষ্ঠায় মিলে মিশে কাজ করতে হবে আমাদের। তিনি আরও বলেন- ২০২১ সালের প্রতিটি দিন প্রতিটি দিন-ক্ষণ যেন আল্লাহপাকের অশেষ রহমতে সুখে শান্তিতে কাটাতে পারি এই কামনা করি। এইক সাথে বর্তমান করোনকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে দেশের উন্নয়নে আওয়ামীলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি -এই প্রত্যাশা দলের সর্বস্তরের নেতাকর্মীর কাছে।