বিশ্বনাথে ৩য় ফ্রেন্ডস লীগ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথে ৩য় ফ্রেন্ডস লীগ ক্রিকেট টুর্নামেন্ট’২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা ২ টায় উপজেলার ছালিয়া গ্রামের পূর্বের মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মো. সুমন আহমদ এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন- দশঘর ইউনিয়ন পরিষদ (বিশ্বনাথ) এর চেয়ারম্যান মো. এমাদ উদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরপুর ইউনিয়ন পরিষদ (জগন্নাথপুর) এর চেয়ারম্যান মো. মাহবুবুল হক শেরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর ইউনিয়ন পরিষদ (বিশ্বনাথ) এর সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাফিজ আরব খান, এলাকার প্রবীণ মুরব্বী হাজী মো. তাজ উল্লাহ, মিরপুর ইউনিয়ন পরিষদ (জগন্নাথপুর) এর ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুস শহিদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদ (বিশ্বনাথ) এর ৭নং ওয়ার্ডের মেম্বার মো. শাহিন আহমেদ তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদ (বিশ্বনাথ) এর ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মুহিত চৌধুরী, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি নোমান আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মো. হামিদুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মো. গিয়াস উদ্দিন।
এ সময় ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টামন্ডলী-সহ সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শক-ক্রীড়ামোদিগণ উপস্থিত ছিলেন।