বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক
স্টাফ রিপোর্টার :
সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, দুটি দেশী তৈরী বন্দুক, ১৩টি কার্তুজ, ৩টি রাম দা, অত্যাধুনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত হয় সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খাসা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত ৯টায় তথ্যটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়।
তিনি জানান- আটককৃতরা রাতে মুড়িয়া ইউনিয়নে অপারেশন করার প্রস্তুতি নিচ্ছিল বলে। এ চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত এখন বলা যাচ্ছে না।
সুত্র জানায়, বিশ্বস্ত সোর্স মাধ্যমে পুলিশ জানতে পারে বিয়ানীবাজারে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতচক্র। এরপর থেকে ডাকাত চক্রের গতিবিধি লক্ষ্য করতে কয়েকজন পুলিশ সোর্স লেগে থাকে। মঙ্গলবার সন্ধ্যা পর থেকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার খাসা এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ডাকাতদের বহনকারি মাইক্রোবাসের গতি রোধ করে পুলিশ। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিয়ানীবাজার থানায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসে পুলিশ।