নগরীতে শফিক চৌধুরী’র উদ্যোগে সরকারের যুগপূর্তিতে মিলাদ ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে নগরীর টিলাগড়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শফিকুর রহমান চৌধুরীর তাৎক্ষনিক সিদ্ধান্তে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র বলিষ্ট নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের টানা এক যুগপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী- জননেত্রী শেখ হাসিনা’র বলিষ্ট নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের টানা এক যুগপূর্তিতে প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্ব ও আওয়ামীলীগ সরকারে সাফল্য নিয়ে ব্যাপক আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনা করে এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ছমর উদ্দিন মানিক, এটিএম বদরুল ইসলাম, এডভোকেট আব্দুল হাই, সিদ্দেক আলী, হাফিজ মাওলানা আলীম উদ্দিন, মুজিবুল হক জাবেদ, কবিরুল ইসলাম কবির, ফয়সল মেম্বার, জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, জাকির নুর চৌধুরী, এমদাদুল হক উবেদ, লুকমান আহমদ তালুকদার, ফাহিম আহমদ, সরফ উদ্দিন সৌরভ, রিয়াজ, সামাদ, গোলাম কিবরিয়া, জগলু, জামাল মিয়া, আসাদুজ্জামান আসাদ, সায়নাল তারুকদার, আরিফুর রহমান, তাহমিদ হক-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।