বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটিকে রুহেল খান’র অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :
নবগঠিত বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সকল সদস্যদের শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রুহেল খান।
আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি নবগঠিত পৌরসভার সহায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে শুভেচছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ রুহেল খান বলেন- স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৪২(২) ধারার ক্ষমতা বলে সরকার কর্তৃক আমাদের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনায় নিযুক্ত প্রশাসককে কার্যসম্পাদনে সহায়তা করার জন্য যে সহায়ক কমিটি গঠন করা হয়েছে, আমি এই সহায়ক কমিটির প্রত্যেক সদস্যকে আন্তরিক শুভেচছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
তিনি বলেন- আমার দৃঢ় বিশ্বাস, বাসিয়ার পলিমাটির প্রান্তরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বিশ্বনাথ পৌরসভা এলাকার সার্বিক ও অবকাঠামোগত উন্নয়নে সহায়ক কমিটির সদস্যরা যুগান্তকারী ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা বার্তায় কমিটির সকল সদস্যের সু-স্বাস্থ্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন এই খ্যাতিমান ক্রীড়া সংগঠক।