ফসল রক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে তাহিরপুরে মানববন্ধন
তাহিরপুর সংবাদদাতা :
নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পর এখনো হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় অবিলম্বে পিআইসি গঠন করে সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার দাবিতে মাটিয়ান হাওরপাড়ে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে তাহিরপুরের মাটিয়ান হাওর পাড়ে এ মানববন্ধনে স্থানীয় কৃষকরা যোগ দেন। মানববন্ধন চলাকালে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাটিয়ান হাওর পাড়ের বড়দল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম, বশির আহমদ, হাদিস আলী, জাহান আলম, জালাল আহমেদ, সেতারা মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- গত দুই বছর এমন সময় সকল পিআইসি গঠন করে পূরোদমে কাজ চলছিল। এবছর এখনো পিআইসিই গঠন করা হয়নি। কাজ কখন শুরু হবে? এবার এমনিতেই জলাবদ্ধতার কারণে দেরিতে ধান রোপণ করতে হয়েছে তাই ধান কাটতেও দেরি হবে। এতে অকাল বন্যায় ফসলহানীর ঝুঁকি বেড়ে যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শক্ত করে বাঁধ নির্মাণ করতে হবে।’
সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন- ‘কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন ও ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ২০ ভাগ পিআইসি কমিটি গঠিত হয়নি। বাঁধের কাজও শুরু হয়নি। এটা কোনো ভাবেই কাম্য নয়। দেরিতে কাজ শুরু করলে তাড়াহুড়া করে দুর্বল বাঁধ নির্মাণ হয়। এতে ফসলহানীর ঝুঁকি বেড়ে যায়। করোনা ভাইরাসের কারণে মানুষের আয় রোজগার এমনিতেই নেই। তার উপর হাওরে কোনো দুর্যোগ ঘটলে হাওর বাসীর দুর্ভোগের কোনো সীমা থাকবে না। তখন সংশ্রিষ্টদের এর দায় নিতে হবে।’ ‘এছাড়াও মাটিয়ান হাওরের বোয়ালমারা বেরিবাঁধ কাটায় অভিযুক্ত ব্যক্তিদের ফসল রক্ষা বাঁধের কোন পিআইসি কমিটি কিংবা মনিটরিং কমিটিতে যুক্ত না রাখার জন্য জোড়ালো বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর/২০২০ ইং তারিখে মাটিয়ান হাওরের ইজারাদারের বিরুদ্ধে হাওরের বাঁধ কাটার অভিযোগে তাহিরপুর বাজারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছিল।’