শীতার্ত মানুষের পাশে সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ শাখা
সংবাদ বিজ্ঞপ্তি :
“উষ্ণতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে” এই স্লোগানকে সামনে রেখে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মল্লিকপুর মাদ্রাসায় অবস্থানরত দরিদ্র, সহায়-সম্বলহীন মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ হতে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা ডা. আরাফাত ইসলাম শুভ ও ডা. আল-আমিন, সভাপতি আফরিন জাহান আইয়ুব।
এছাড়াও উপস্থিত ছিলেন সিওমেক ৫৬ তম ব্যাচের তানিয়া, ৫৭ তম ব্যাচের মাসুদ, জাকারিয়া, রাকিব, মারুফ এবং ৫৮ তম ব্যাচের ফারহান ও নোমান।
সন্ধানী সিওমেক ইউনিটের এই সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে মানবিক দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ করতে পারেন আপনিও। দাঁড়াতে পারেন এদেশের খেটে খাওয়া আপামর জনসাধারণের পাশে। আপনার পাঠানো অর্থে কম্বল ও শীতবস্ত্র পৌছে যাবে অসহায় দরিদ্র মানুষের মাঝে