শাবি ছাত্রলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
নগর সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে স্বাধনিতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি র্যালি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চেতনা একাত্তর ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাস, উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদসহ অন্যান্য নেতা-কর্মীরা।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন- ১৯৭২ সালের এদিনে বাঙালি জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর স্বদেশে ফিরে আসার এদিনটি তাই বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশির্বাদ। আর এ আশীর্বাদকে পুঁজি করে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি র্যালিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।