নগরীতে ট্রাকচাপায় দু’জন নিহত : ট্রাকে আগুন : সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দু’জনের প্রাণ। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন।
নিহত দু’জন সজিব ও লুৎফুর মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা উভয়ই নগরীর বনকলাপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে- ফাজিলচিশত পয়েন্টে এই পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ ও গাড়ি ভাঙচুর করেছে। এ সময় অন্তত চারটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা (রাত ১১টা) পর্যন্ত শত শত মানুষ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছলেন। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন- আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন- বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।